বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১১

Mahalaya

দূর্গা প্রতিমা তৈরী শুরু করা হয়  রথের দিন থেকে ,জন্মাষ্টমীর দিন প্রথম মাটি পরে, মহালয়ার পর রং দেয়া হয় এবং চক্ষু দান করা হয় পঞ্চমীতে..|  মহালয়া তে..  দেবী  পক্ষের শুরু | ভোর রাতে দূর্গা স্তুতি, চন্ডী পাঠ ও আগমনী গান এর মধ্য দিয়ে দুর্গোত্সব  শুরু হয় |১৯৩০ সালে মহিষাসুর  মর্দিনী প্রথম বার আকাশবাণী থেকে সম্প্রচার করা হয়.. এখানে ছিলেন প্রেমাঙ্কুর  আতর্থী, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র , নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়  প্রমুখ | এরপর উত্তম কুমার একবার মহিষাসুর  মর্দিনী পাঠ করেন যার সঙ্গীত পরিচালনা করেছিলেন হেমন্ত মুখোপাধ্যায় | এটি সেরকম জনপ্রিয়তা পায়নি এর পর বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র  আবার মহালয়ার পাঠ করেন যার বাণী দিয়েছিলেন শ্রী বাণী কুমার, সঙ্গীত পরিচালনা করেছিলেন শ্রী পঙ্কজ কুমার মল্লিক ,  গান করেছিলেন  সুপ্রীতি ঘোষ, দ্বিজেন মুখোপাধ্যায়, মানবেন্দ্র মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়, প্রতিমা বন্দোপাধ্যায় , উত্পলা সেন, আরতি মুখোপাধ্যায়, শ্যামল মিত্র এবং আরো অনেক শিল্পী.. এই অনুষ্ঠানটি সংরক্ষিত আছে এবং প্রতি বছর মহালয়া তিথিতে ভোরে এটি প্রচার করা হয়...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন