বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০১১

History of durga puja




কোথাও কোথাও  দেখা যায় পঞ্চদশ শতাব্দীর শেষ দিকে এই পূজা শুরু হয় |  দিনাজপুর ও মালদার জমিদার এই পূজা প্রচলন করেন , অন্যমতে তাহেরপুরের জমিদার কীর্তিনারায়ন ১৫৯০ তে কলিকালে অশ্বমেধ যজ্ঞ করে ফল লাভের আশায় আশ্বিন মাসে এই পূজা করেন | কলকাতার প্রথম বাড়ির পুজো হয় বেহালা সখেরবাজার অঞ্চলে খানিকটা ভেতর দিকে গেলেই চোখে পড়বে দ্বাদশ  শিবমন্দির। ঠিক ভগ্নদশা বলা যায় না  তবে রক্ষণাবেক্ষণ না করলে পরের প্রজন্ম হয়তো তাই-ই বলবে। অনেক ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তারা।মোগল সেনাপতি মানসিংহ কামদেব ব্রহ্মচারীর পাণ্ডিত্যে মুগ্ধ হয়ে তারপুত্র লক্ষ্মীকান্তকে তিনটি গ্রামের জমিদারী দান করেন। সাবর্ণ গোত্রীয়  রায়চৌধুরী পরিবারের সঙ্গে সঙ্গে, শহর কলকাতার গোড়াপত্তন এই ঘটনা থেকেই

কলিকাতা, গোবিন্দপুর, সুতানুটী— এই তিন গ্রামের আর্থিক ও সামাজিক উন্নতির
জন্য জমিদার লক্ষ্মীকান্ত, হালিশহরের আদি বসতি ছেড়ে বরিষা (এখনকার
বেহালার সখেরবাজার অঞ্চল) গৃহ নির্মাণ করলেন, সঙ্গে আটচালা দেবদালান এবং১৬১০ খ্রিস্টাব্দে আয়োজন করেন কলকাতা শহরের প্রথম পারিবারিক পুজো।

নদীয়ার জমিদার ভবনেন্দ্র মজুমদার ১৬০৬ (?) এই পূজা করেন |অষ্টাদশ শতাব্দিতে শোভাবাজার রাজবাড়ীর রাজা নবকৃষ্ণ দেব সহ  অনেকেই এই পূজা শুরু করেন |বারোয়ারী পূজা প্রথম শুরু হয় ১৭৯০ সালে হুগলী জেলার গুপ্তি পাড়ায় (১২ জন বন্ধু মিলে এই পূজার আয়োজন করেন এটা ছিল জগদ্ধাত্রী পূজা),  কলকাতায় এই পূজা শুরু হয় কাশিমবাজার এ রাজা হরিনাথ এর সময়|
বারোয়ারী পূজা , সত্যিকার অর্থে সার্বজনীন পূজা হয়ে ওঠে ১৯১০ এ ...সনাতন ধর্মত্সহিনী সভা এই পূজার আয়োজন করে...

বাংলাদেশে এই পূজা প্রথম শুরু হয় রাজশাহীর তাহেরপুরে সপ্তদশ শতাব্দিতে .....( বাংলাদেশে দূর্গা পূজার পূর্ণ ইতিহাস কারো জানা থাকলে এখানে দিতে অনুরোধ করছি..)
markondeo  পুরাণ মতে মহিষাসুর মর্দিনী দ্বিভূজা,চতুর্ভূজা, অষ্টভূজা, দশভূজা,অষ্টাদশভূজা বা সহস্রভূজা হতে পারে |সহস্রভূজা ছাড়া আর প্রায় সব মূর্তি পূজা করা হয় বিভিন্ন জায়গায় | এই পূজার বিশেষত্ব এই যে  সিংহবাহিনী, মহিষাসুর মর্দিনী দূর্গা পূজিত হন লক্ষ্মী, সরস্বতী, কার্তিক,গনেশ এর সাথে..
ashtovuja joydurga (Ajoy konar)


প্রায় ৪০০ বছরের পুরানো বাঘ রায়ের ডাঙ্গার  (প :বঙ্গ)অষ্টভূজা জয়্দুর্গা মূর্তি...









Durga with family in temple trracotta (Ajoy Konar)



কামারপাড়া(প :বঙ্গ) শিব মন্দিরের  terracotta শিল্পে (১৮৩৬) 








maha lakshmi murti in satinandi.(Ajoy Konar)
প্রায় ৪৫০ বছরের পুরানো দুর্গার , মহালক্ষ্মী রূপ..    (প :বঙ্গ)




নতুন্গ্রামের  (প:বঙ্গ) কাঠের দূর্গা (Ajoy konar)











বিষ্ণুপুরের (প :বঙ্গ) ঠাকুরানী পটে দূর্গা  (AjoyKonar)
প্রায় হারিয়ে যাওয়া শিল্প পটচিত্রে (লক্ষ্মীসরা) দূর্গা(Ajoy Konar)

শঙ্খে দূর্গা (Madhu sudan mukherjee)
 চতুর্বিংশ  ভুজা দূর্গা  (Madhu sudan mukherjee)   
বর বেশে গনেশ (Madhu sudan mukherjee)

কোন মন্তব্য নেই: