শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০১১

Welcome Friends......

Welcome to sarodotsav....where you can view  one of the biggest festival of Bangladesh.Durga puja is widely celebrated in Bangladesh.It is not only a festival but also the most significant socio-culture event in our country. 

বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১১

Mahalaya

দূর্গা প্রতিমা তৈরী শুরু করা হয়  রথের দিন থেকে ,জন্মাষ্টমীর দিন প্রথম মাটি পরে, মহালয়ার পর রং দেয়া হয় এবং চক্ষু দান করা হয় পঞ্চমীতে..|  মহালয়া তে..  দেবী  পক্ষের শুরু | ভোর রাতে দূর্গা স্তুতি, চন্ডী পাঠ ও আগমনী গান এর মধ্য দিয়ে দুর্গোত্সব  শুরু হয় |১৯৩০ সালে মহিষাসুর  মর্দিনী প্রথম বার আকাশবাণী থেকে সম্প্রচার করা হয়.. এখানে ছিলেন প্রেমাঙ্কুর  আতর্থী, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র , নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়  প্রমুখ | এরপর উত্তম কুমার একবার মহিষাসুর  মর্দিনী পাঠ করেন যার সঙ্গীত পরিচালনা করেছিলেন হেমন্ত মুখোপাধ্যায় | এটি সেরকম জনপ্রিয়তা পায়নি এর পর বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র  আবার মহালয়ার পাঠ করেন যার বাণী দিয়েছিলেন শ্রী বাণী কুমার, সঙ্গীত পরিচালনা করেছিলেন শ্রী পঙ্কজ কুমার মল্লিক ,  গান করেছিলেন  সুপ্রীতি ঘোষ, দ্বিজেন মুখোপাধ্যায়, মানবেন্দ্র মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়, প্রতিমা বন্দোপাধ্যায় , উত্পলা সেন, আরতি মুখোপাধ্যায়, শ্যামল মিত্র এবং আরো অনেক শিল্পী.. এই অনুষ্ঠানটি সংরক্ষিত আছে এবং প্রতি বছর মহালয়া তিথিতে ভোরে এটি প্রচার করা হয়...

Mythology of durga puja

দেবীপুরাণ অনুযায়ী মহিষাসুর নামে একজন দৈত্য তপস্যা  দ্বারা ব্রহ্মা কে সন্তুষ্ট করেন , প্রজাপতি ব্রহ্মা  তাকে একটি বর দেন  যে কোনো পুরুষ তাকে পরাজিত বা হত্যা করতে পারবে না.. কিন্তু নারী তাকে পরাজিত করতে পারে | মহিষাসুর নিশ্চিন্ত হয়  যে কোনো নারী তাকে কোনো দিন পরাজিত করতে পারবে না... সে অজেয়  এবং অমর | নিজের ক্ষমতা বলে সে পৃথিবীর ওপর আক্রমন চালায় একপর্যায়ে  সে স্বর্গেও নিজের অধিকার প্রতিষ্ঠা  করে দেবতাদের কে যুদ্ধে পরাজিত করে | মহিষাসুর এর কাছে পরাজিত হযে ব্রহ্মা , বিষ্ণু এবং মহেশ্বর ঠিক করেন যে কোনো নারী শক্তি ,মহিষাসুর  কে পরাজিত করতে পারে.. তাই তারা তাদের মিলিত শক্তি দিয়ে দূর্গা রূপ তৈরী করেন |
 তার মুখশ্রী তৈরী করেন শিব, দশ বাহু  তৈরী করেন বিষ্ণু ,পদযুগল তৈরী করেন ব্রহ্মা  | এরপর দেবতাগণ তাকে অস্ত্র দান করেন... মহাদেব তাঁকে দেন ত্রিশুল, বিষ্ণু দেন চক্র, শঙ্খ ও পাশ  দেন বরুন , অগ্নি দেন বর্শা, তীর দান করেন বায়ু , ইন্দ্র দেন বজ্র, যম এর কাছ থেকে তিনি পান তরবারি ও ঢাল , বিশ্বকর্মা তাকে দেন কুঠার,কুবের দেন অমৃত এবং পর্বত দেবতা হিমাবত তাকে দেন একটি সিংহ | বহু অলংকারাদি এবং পুস্পমাল্য দ্বারা দেবী কে সুসজ্জিত করা হয় |
 দেবীর রণ হুঙ্কার ধবনিত হয়, মহিষাসুর তার সৈন্য দের সাথে দেবীর সাথে যুদ্ধে অগ্রসর হন.. কিন্তু দেবী দূর্গা যখন তার প্রায় সব সৈন্য দের হত্যা করেন... মহিষাসুর তখন মহিষ রূপ ধারণ করে দেবী কে আক্রমন করেন | দেবী দূর্গা তরবারির এক আঘাতে ধার থেকে  মাথা বিচ্ছিন্ন  করেন | এভাবেই মহিষাসুর যুদ্ধে পরাজিত হন | দেবী দূর্গা মহিষাসুরের বুকে ত্রিশুলাঘাত করেন এবং মহিষাসুর এর মৃত্যু হয় | মহিষাসুর মৃত্যুর পূর্বে দেবী দুর্গার কাছে নতি স্বীকার করেন এবং তার স্তুতি করেন |
শারদীয় দূর্গা উত্সব অকাল বোধনে করেছিলেন রাম, রাবণ কে পরাজিত করবার জন্য. (যদিও এটা আদি বাল্মীকি রামায়ন এ নেই.. কৃত্তিবাস রামায়ন এ আছে), আমরা এই রীতি পালন করে থাকি.... সাধারণত  বছরে ৩ বার দূর্গা পূজা হয়.. শরত কালে দূর্গা, হেমন্তে কাত্যায়নি  এবং বসন্তে বাসন্তী পূজা |
 ( সংক্ষেপিত)..

বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০১১

History of durga puja




কোথাও কোথাও  দেখা যায় পঞ্চদশ শতাব্দীর শেষ দিকে এই পূজা শুরু হয় |  দিনাজপুর ও মালদার জমিদার এই পূজা প্রচলন করেন , অন্যমতে তাহেরপুরের জমিদার কীর্তিনারায়ন ১৫৯০ তে কলিকালে অশ্বমেধ যজ্ঞ করে ফল লাভের আশায় আশ্বিন মাসে এই পূজা করেন | কলকাতার প্রথম বাড়ির পুজো হয় বেহালা সখেরবাজার অঞ্চলে খানিকটা ভেতর দিকে গেলেই চোখে পড়বে দ্বাদশ  শিবমন্দির। ঠিক ভগ্নদশা বলা যায় না  তবে রক্ষণাবেক্ষণ না করলে পরের প্রজন্ম হয়তো তাই-ই বলবে। অনেক ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তারা।মোগল সেনাপতি মানসিংহ কামদেব ব্রহ্মচারীর পাণ্ডিত্যে মুগ্ধ হয়ে তারপুত্র লক্ষ্মীকান্তকে তিনটি গ্রামের জমিদারী দান করেন। সাবর্ণ গোত্রীয়  রায়চৌধুরী পরিবারের সঙ্গে সঙ্গে, শহর কলকাতার গোড়াপত্তন এই ঘটনা থেকেই

কলিকাতা, গোবিন্দপুর, সুতানুটী— এই তিন গ্রামের আর্থিক ও সামাজিক উন্নতির
জন্য জমিদার লক্ষ্মীকান্ত, হালিশহরের আদি বসতি ছেড়ে বরিষা (এখনকার
বেহালার সখেরবাজার অঞ্চল) গৃহ নির্মাণ করলেন, সঙ্গে আটচালা দেবদালান এবং১৬১০ খ্রিস্টাব্দে আয়োজন করেন কলকাতা শহরের প্রথম পারিবারিক পুজো।

নদীয়ার জমিদার ভবনেন্দ্র মজুমদার ১৬০৬ (?) এই পূজা করেন |অষ্টাদশ শতাব্দিতে শোভাবাজার রাজবাড়ীর রাজা নবকৃষ্ণ দেব সহ  অনেকেই এই পূজা শুরু করেন |বারোয়ারী পূজা প্রথম শুরু হয় ১৭৯০ সালে হুগলী জেলার গুপ্তি পাড়ায় (১২ জন বন্ধু মিলে এই পূজার আয়োজন করেন এটা ছিল জগদ্ধাত্রী পূজা),  কলকাতায় এই পূজা শুরু হয় কাশিমবাজার এ রাজা হরিনাথ এর সময়|
বারোয়ারী পূজা , সত্যিকার অর্থে সার্বজনীন পূজা হয়ে ওঠে ১৯১০ এ ...সনাতন ধর্মত্সহিনী সভা এই পূজার আয়োজন করে...

বাংলাদেশে এই পূজা প্রথম শুরু হয় রাজশাহীর তাহেরপুরে সপ্তদশ শতাব্দিতে .....( বাংলাদেশে দূর্গা পূজার পূর্ণ ইতিহাস কারো জানা থাকলে এখানে দিতে অনুরোধ করছি..)
markondeo  পুরাণ মতে মহিষাসুর মর্দিনী দ্বিভূজা,চতুর্ভূজা, অষ্টভূজা, দশভূজা,অষ্টাদশভূজা বা সহস্রভূজা হতে পারে |সহস্রভূজা ছাড়া আর প্রায় সব মূর্তি পূজা করা হয় বিভিন্ন জায়গায় | এই পূজার বিশেষত্ব এই যে  সিংহবাহিনী, মহিষাসুর মর্দিনী দূর্গা পূজিত হন লক্ষ্মী, সরস্বতী, কার্তিক,গনেশ এর সাথে..
ashtovuja joydurga (Ajoy konar)


প্রায় ৪০০ বছরের পুরানো বাঘ রায়ের ডাঙ্গার  (প :বঙ্গ)অষ্টভূজা জয়্দুর্গা মূর্তি...









Durga with family in temple trracotta (Ajoy Konar)



কামারপাড়া(প :বঙ্গ) শিব মন্দিরের  terracotta শিল্পে (১৮৩৬) 








maha lakshmi murti in satinandi.(Ajoy Konar)
প্রায় ৪৫০ বছরের পুরানো দুর্গার , মহালক্ষ্মী রূপ..    (প :বঙ্গ)




নতুন্গ্রামের  (প:বঙ্গ) কাঠের দূর্গা (Ajoy konar)











বিষ্ণুপুরের (প :বঙ্গ) ঠাকুরানী পটে দূর্গা  (AjoyKonar)
প্রায় হারিয়ে যাওয়া শিল্প পটচিত্রে (লক্ষ্মীসরা) দূর্গা(Ajoy Konar)

শঙ্খে দূর্গা (Madhu sudan mukherjee)
 চতুর্বিংশ  ভুজা দূর্গা  (Madhu sudan mukherjee)   
বর বেশে গনেশ (Madhu sudan mukherjee)

মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০১১